শিক্ষার্থীদের সাফল্যই প্রতিষ্ঠানের সাফল্যو শিক্ষার্থীদের ব্যর্থতাই প্রতিষ্ঠানের ব্যর্থতা’’ - এ উক্তিটিকে চিরন্তন সত্য বাক্য হিসেবে চিন্তাধারার মধ্যে প্রতিষ্ঠা করতে পেরেছি বলেই শিক্ষা ক্ষেত্রে ‘ আল-মদিনা আইডিয়াল মাদরাসা’ সকল প্রতিষ্ঠানের মধ্যে শীর্ষে অবস্থান করছে।
মানুষের জীবনের সুস্পষ্ট দুটি অধ্যায়- ইহকাল ও পরকাল। উভয় জীবনের সফলতাই মানব জীবনের সফলতা। আর এই সফলতার একমাত্র মাধ্যম দ্বীনি শিক্ষার পাশাপাশি জাগতিক শিক্ষার মাধ্যমে নিজেকে আত্মনির্ভরশীল করে গড়ে তোলা। একটি শিশু সর্বপ্রথম মায়ের কাছেই শিক্ষা লাভ করে। মাতৃ জাতির দ্বীনি শিক্ষা তথা সু-শিক্ষায় শিক্ষিত হওয়া মানেই একটি জাতি, একটি দেশ শিক্ষিত হওয়া।